মোঃমোরছালিন,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার ২০২৫ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে জুয়েল হোসেন নির্বাচিত হয়েছেন এবং তারেক হোসেনকে শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট শহরের আব্বাস আলী খান মিলনায়তনে জেলা শাখার সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান।সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান সর্বাধিক ভোটপ্রাপ্ত জুয়েল হোসেনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে, নবনির্বাচিত সভাপতি জুয়েল হোসেন সদস্যদের পরামর্শের ভিত্তিতে তারেক হোসেনকে শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন এবং আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।সমাবেশের সমাপনী সেশনে কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ। আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি রেজওয়ান ইসলাম, এবং শিবিরের সাবেক জেলা সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন প্রমুখ।পরিশেষে, নবনির্বাচিত সভাপতি জুয়েল হোসেন দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply