বাহরাইন ভ্রাম্যমান প্রতিনিধ:- মাহির তালুকদার আলম:
দেশটির বুধাইয়ার শহরের কারানায় প্লাজা গার্ডেনে স্থানীয় সময় রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়।
এসময় পূজামণ্ডপ পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়োর (এনডিসি),বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ এবং
বাহরাইন বাংলাদেশ কমিউনিটি, সামাজিক ও রাজনৈতিক, ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে ৮বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছেন।
পূজার আয়োজনের জন্য হিন্দু মহাজোট কে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো।
আয়োজকদের মধ্যে ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি অনুকূল দেবনাথ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু, বাংলাদেশ দূতাবাসের হিসাব রক্ষক সঞ্জয় পন্ডিত, সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, বিদান মজুমদার সহ সকল নেতৃবৃন্দ।
সকাল থেকে রাতভর মণ্ডপে প্রতীমা দর্শনে ভিড় করেন ভক্তরা। সন্ধার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আর দেবরাজ্যের নানা কাহিনি প্রদর্শন করা হয়।
নবমীর সকাল মানে অশুভ শক্তি থেকে মুক্তি। শ্রী রামচন্দ্র দুর্গার শক্তি আর আশীর্বাদ নিয়ে এই দিনে অশুভ রাবণকে বিনাশ করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়।
Leave a Reply