জাহিদুল ইসলাম শিহাব :
সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৫ নং ওয়ার্ডে কার্গিল সরকারি স্কুলের উত্তর পাশ্বে কালভার্টটি খালের মধ্যে পড়ে আছে। দুই পাড়ের সংযোগ মাটি না থাকার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভা ৫ নং ওয়ার্ডের মামা ভাগিনা সড়কের খালের এ জনগুরুত্বপূর্ণ কালভার্টটি ১৫-২০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। কালভার্ট ভেঙে যাওয়ার পর কয়েকটি পাটাতন দেয়া হয়েছে, সেটি ও ঝুঁকি পূর্ণ রয়েছে, তা ভেঙে মরিচা ধরছে মাঝখানে কিছু নেই। কালভার্টির উপর দিয়ে যানবাহন তো দুরের কথা হেটে ও যাওয়া যান না, কারণ পাটাতনের মাঝখানে মরিচা ধরে ঝরে পড়ছে। এ কালভার্টের আশপাশের গ্রামের দৈনন্দিন কয়েক হাজার মানুষের চলাচল। পার্শে রয়েছে সন্দ্বীপ পৌরসভা মার্কেট ও সরকারি কার্গিল উচ্চ বিদ্যালয়, আশপাশের আর ও কয়েকটি মাদ্রাসা শিক্ষার্থী’সহ কয়েকটি মসজিদের লোকজনও যাতায়াত করে।
স্থানীয় বাসিন্দা আবদুল সালাম (২৩) বলেন ২০০৭ সালে এ কালভার্টি ভেঙে পড়ে তখন থেকে বিভিন্ন জনপ্রতিনিধি আসলে কেউ কথা রাখেনি সবাই প্রতিশ্রুতি দিয়েছে করার। বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ। লোহার পাটাতনে ফাঁকা স্লিপারের ওপর ঝুঁকি নিয়ে চলতে হয়।
এলাকার ফার্নিচার ব্যবসায়ী ওমর ফারুক বলেন এ এলাকায় কোন অন্তসত্তা নারী বা জরুরি কোন রুগী শুধু মাত্র এ কালভার্ট সমস্যার কারণে পাড়াপাড় করা যায় না, এমনকি আমরা নিত্যপ্রয়েজনীয় কোন পন্য সামগ্রী আনতে পারিনা এ কালভার্টি দ্রুত সমস্যার সমাধান চাচ্ছি আমরা।
Leave a Reply