আবু ইউসুফ সোহাগ :
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা হতাহত হয়েছেন, তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশন।
আস সুন্নাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ সাহেব বলেন ” চলমান বন্যা পরিস্থিতি এবং ত্রাণকার্যক্রমের মধ্যেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য ঘোষিত ১০ কোটি টাকার মহাপ্রকল্প চলমান আছে।
আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে তিনি বলেন, এই প্রকল্পে এখনন পর্যন্ত ১২৮৩ জন আহতকে ৩ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। অবশিষ্ট আহতদের কাছে সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া চলমান আছে।
এছাড়া চোখের আলো হারানো, পঙ্গুত্ব বরণকারীদের জন্য ২ কোটি এবং নিহতদের পরিবারের জন্য ২ কোটি ও উপার্জনে অক্ষম ব্যক্তিদের স্বাবলম্বীকরণ প্রকল্পে ২ কোটি টাকা ব্যয়ের কাজ শুরু করেছি।
Leave a Reply