নাদিম শেখ আদর :
এই ছবিতে একি ব্যক্তি নাম তার সবুজ এর সাথে একটা মেয়ের ছবি এর নাম আফরোজা আক্তার আঁখি গ্রাম লাদুর চর নোয়াগাঁও সোনারগাঁও নারায়নগঞ্জ পিতা মৃত্যু আলাউদ্দিন মোল্লা মাতা নুরবানু। সবুজের কল গার্ল সবুজের ব্যবসা হল নারী দিয়ে দেহব্যবসা নারী পাচার এবং বিভিন্ন সন্ত্রাসীদের সাথে সখ্যতা এবং আবাসিক হোটেলের অন্তরালে দেহব্যবসা। বিভিন্ন ভাবে নারীদের আটকিয়ে রেখে জোরপূর্বক ধর্ষণ করে দেহব্যবসার কাজে জড়িয়ে দেয়া এমনকি তার বিরুদ্ধে কথা বলতে গেলে এই সমস্ত মেয়েদের উপর চালাতো অমানুষিক নির্যাতন।এই সবুজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় এর ঢাকা সায়েদাবাদ গাবতলী কুড়িল বিশ্বরোড মিরপুর মোহাম্মদপুর বাবু বাজার কুমিল্লা ময়নামতিতে হবিগঞ্জে মাধবপুরে টঙ্গী উওরা বিভিন্ন এলাকায় নামে বেনামে বহুত আবাসিক হোটেলের মালিক এই সবুজ।এদিকে সে নিজেকে শ্রমিক লীগের কর্মী পরিচয় দিয়ে এই ব্যবসা চালায়।গত ২৫ শে আগষ্ট তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সায়েদাবাদে শ্রমিক লীগের নামে মিছিল করতে দেখা গেছে। সবুজ ও আঁখি মিলে অনেক মেয়েদের এবং অনেক ব্যবসায়ীদের ব্লাকমেইল করে প্রেমের ফাঁদে ফেলে সায়েদা আল হায়াত হোটেলের ভিতরে নিয়ে আটকিয়ে ভিডিও ধারণ করে আফরোজা আক্তার আঁখি অবৈধ মেলামেশা করে ভিডিও ধারণ করে টাকা পয়সা স্বর্ন মোবাইল ইত্যাদি নিয়ে তারপর ওদের কে লাঞ্চিত করে ছেড়ে দেয়। লোক লজ্জার ভয়ে অনেকেই প্রকাশ করে না। এমনকি সবুজ শ্রমিক লীগের কর্মী পরিচয় প্রশাসন কে তাদের মত করে নেয় যার কারণে প্রশাসনের কাছে কোন প্রতিকার পাওয়া যায় নাই। এখনও সবুজ তার আবাসিক হোটেলে নারী দিয়ে দেহব্যবসার মত জঘন্য কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে করে এই সবুজকে ও আঁখিকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।
নাদিম শেখ আদর : +880 1609-303160
Leave a Reply