মামুন রাফী, নোয়াখালী
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে ২ প্রবাসীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে জাহাজমারা ইউনিয়নের পুর্ব বিরবিরি গ্রামের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত প্রবাসীরা হলেন মোহাম্মদ ফারুক উদ্দিন (৪১) মোহাম্মদ নেছার উদ্দিন (৪৭)। এঘটনায় আহত মোহাম্মদ ফারুক উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় হাতিয়া থানা পুলিশ প্রধান আসামি মোহাম্মদ সাইমুন উদ্দিন (৩২) কে আটক করে।
মামলার বাদী মোহাম্মদ ফারুক উদ্দিন জানান আমি ও ১ নং সাক্ষী মোহাম্মদ নেছার উদ্দিন আপন চাচা ভাতিজা। আমরা দুজনই প্রবাসে থাকি। আসামিরা সকলে সন্ত্রাসী চাঁদাবাজ লুটপাট ও জবরদখল কারী। আমরা প্রবাসে থাকি সুবাদে তারা আমাদের নিকট বিভিন্ন সময় টাকা পয়সা হাওলাত দাবি করে আসছে। আমরা তাদের কথা মতো তাদেরকে টাকা হাওলাত না দেওয়ায় আমাদের উপর ক্ষুব্ধ ও চড়াও হয়ে আমাকে ও আমার চাচা নেছারা উদ্দিনের সন্ত্রাসী হামলা করে। ঘটনার দিন আমিও আমার চাচা মোটরসাইকেল যোগে সোনাদিয়া ইউনিয়নের রফিক মার্কেট এলাকায় পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এলোপাতাড়ি হামলা করে আমাদের মারাত্মকভাবে আহত করে। রাস্তার উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে এলাকার লোকজন জড়ো হলে আমাদেরকে দেখে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন ঘটনার পর পর হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২ প্রবাসীর উপর হামলার ঘটনায় হাতিয়া থানায় মামলা হয়েছে। এ ঘটনার প্রধান আসামি ছাইমুন উদ্দিনকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
মামুন রাফী
জেলা প্রতিনিধি, নোয়াখালী
মোবাইল: ০১৩১৯২৭৬১৬৪
Leave a Reply