রেজওয়ান বাদশা, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের অন্তর্গত চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বিটের করিমপুর মৌজায় (সিএস দাগ ৫১ ও ৫২) প্রায় ৪ একর সরকারি বনভূমি জবরদখলমুক্ত করে নতুন বাগান সৃজন কার্যক্রম শুরু করেছে বন বিভাগ।
গতকাল শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ। তার নেতৃত্বে ভাদুরিয়া বিট কর্মকর্তা মোঃ এরশাদ আলী ও তার সহকর্মীরা এ অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরের আওতায় উদ্ধারকৃত জমিতে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে এই বনায়ন কার্যক্রম নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে চলমান রাখা হবে বলেও জানানো হয়।
অভিযান ও চারা রোপণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহকারী বিট কর্মকর্তা মোঃ আরাফাত হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে দখল হওয়া বনভূমি পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে। স্থানীয় জনগণের সহায়তা এবং সচেতনতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
Leave a Reply