মোঃ ইস্রাফিল হোসেন – স্টাফ রিপোর্টার:
৫ জুলাই (শনিবার) সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠ সংস্কার ও ঘাস লাগানো কর্মসূচি করছেন ফুলবাড়ি সমাজকল্যাণ ফাউন্ডেশন।
যশোর ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল দশা ও খেলাধুলার অনুপযোগী হয়ে উঠেছিল। ফলে খেলাধুলা করতে পারতো না বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ স্থানীয় কিশোররা। এ অবস্থায় মাঠটির সংস্কারের উদ্যোগ নেন ফুলবাড়ি সমাজকল্যাণ ফাউন্ডেশন।
জানা যায়, ফুলবাড়ি গ্রামের একমাত্র খেলার মাঠটিতে রয়েছে অনেক ঐতিহ্য। এখানে এলাকার বহু নামিদামি খেলোয়াড়রা এখানে খেলেছেন। এখানে হয়েছে বড় বড় টুর্নামেন্ট। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভবন তৈরি ও রাস্তা সংস্করণের সময় উপকরণ সামগ্রী ইট,খোয়া,পাথর এগুলো রাখা হয় খেলার মাঠে তার পর থেকেই নানান সমস্যা দেখা দেয় খেলার সময়। এগুলো রাখার ফলে নষ্ট হয় মাঠের ঘাষ ও স্থানীয় মহিলারা ধান শুকানোর জন্য ব্যাবহার করে মাঠ। যার ফলে ঘাস চেঁচে ধান শুকানো হয়। নানান সমস্যার কারণে বর্তমানে মাঠটি হয়ে উঠেছে খেলার অনুপযোগী ।
Leave a Reply