মোঃমোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “২০২৪ সালে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্ট সৈরাচার শেখ হাসিনার পতনের জন্য। কিন্তু আমরা বারবার বলে এসেছি, কেবল ব্যক্তি পরিবর্তন নয়—আমরা চাই দেশের রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন।”
শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা মনে করি, ক্ষমতার পালাবদল নয়, প্রয়োজন পুরো মাফিয়া-দুর্নীতিগ্রস্ত সিস্টেমের পরিবর্তন। কিন্তু বিগত এক বছরে এই কাঠামোতে কোনো ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাইনি। এখনও এলাকায় এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাফিয়াতন্ত্র সক্রিয় রয়েছে। বিচারব্যবস্থা সংস্কার ও একটি নতুন গণতান্ত্রিক সংবিধানই আমাদের আন্দোলনের মূল দাবি।
তিনি আরও বলেন, আমরা মাঠে নেমেছি গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে। ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্ত করে একটি বৈষম্যহীন ও জনগণের রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের এই পদযাত্রা। আগামী ৩ আগস্ট ঘোষিতব্য ইশতেহারে জয়পুরহাটবাসীর মুক্তি ও ভবিষ্যতের উন্নয়নের বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।
এসময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদীসহ শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, আবু রায়হান, নুরুল ইসলাম, ইসমাইল হোসেন হাদি, জহুরা বেগমসহ জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা।
পথসভায় বক্তারা নতুন প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply