আনোয়ার হোসেন , মিরজাপুর প্রতিনিধিঃ
“যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেওহাটা যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মাদক বিরোধী সমাবেশ। মাদকের ভয়াল থাবা থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে এই সমাবেশের আয়োজন করা হয়।৫ জুন, শনিবার বিকেল ৫ ঘটিকায় টাঙ্গাইল মির্জাপুরের গোড়াই ইউনিয়নের দেওহাটা বাসস্ট্যান্ডে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ১০নং গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওহাটা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ গিয়াস উদ্দিন। তারিকুল ইসলাম শিহাবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোড়াই ইউনিয়ন শাখার আমির মোঃ শাজাহান। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ রকিবুল ইসলাম রানা (যুগ্ম আহ্বায়ক, মির্জাপুর উপজেলা জাসাস), মোঃ সাইদুর রহমান (ছাত্র বিষয়ক সম্পাদক, গোড়াই ইউনিয়ন বিএনপি), মোঃ জহিরুল ইসলাম (সাবেক যুগ্ম আহ্বায়ক, গোড়াই ইউনিয়ন কৃষকদল)।
সবাবেশে বক্তারা বলেন,মাদকাসক্তি কেবল এক ব্যক্তিগত বিপর্যয় না,এটি এক ধরনের সামাজিক মহামারী। এর বিরুদ্ধে সম্মিলিত ভাবে সচেতনতা, ঐক্য এবং কঠোর পদক্ষেপ নেয়ার সঠিক সময় এখনই। তাই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে মরণব্যাধি মাদক থেকে রক্ষা করতে হলে সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোন ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া চিহ্নিত যে সকল মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জোর দাবী জানানো হয়।
Leave a Reply