স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় একটি অনলাইন সংবাদমাধ্যমে মাদক সেবন ও গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফি।
বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর বেরিবাঁধ এলাকায় এই হামলা চালায় সঙ্ঘবদ্ধ মাদক কারবারিদের একটি চক্র।
আহত সাংবাদিক মোঃ শাফি জানান, দুর্গাপুর এলাকার কিছু দুর্বৃত্ত তার অফিসসংলগ্ন এলাকায় ও গোমতী নদীর পাড়ে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি তাদের এ কর্মকাণ্ডে বাধা প্রদান করেন এবং কিছুদিন আগে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই চক্রটি ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছিল।
বুধবার দুপুরে কোরবানির ঈদের জন্য গরু কেনার উদ্দেশ্যে দেড় লক্ষ টাকা নিয়ে বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন শাফি। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওত পেতে থাকা মাদকচক্রের সদস্যরা তার গতিরোধ করে গোমতির আইলে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ছিল দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহবুব ও মাহবুবের ছেলে সায়িম, এবং আরও অজ্ঞাত ৪-৫ জন।
হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে শাফিকে বেধড়ক মারধর করে এবং তার সাথে থাকা গরু কেনার দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তার পরিবার এসে তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
সংবাদ ছড়িয়ে পড়লে কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা কুমিল্লা সদর হাসপাতালে ছুটে যান এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেলে আহত সাংবাদিক শাফির মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, “হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।”
এ ঘটনায় কুমিল্লার সাংবাদিক সমাজসহ সচেতন মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Leave a Reply