ইরফান আলী – ভ্রাম্যমান প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা’র নির্দেশনায় দিনাজপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিম গাছ (জিয়া ট্রি) রোপণ পরিকল্পনা কর্মসূচির অংশ হিসেবে হাবিপ্রবিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (৫জুন ২০২৫) দুপুরে নিম গাছের হাবিপ্রবি ক্যাম্পাসে দুই নিমগাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর-৩ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার ও হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ ও ইউট্যাব সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. আবু হাসান।
এ সময় দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছাত্রদল নেতা রাসেল আলী চৌধুরী লিমন, হাবিপ্রবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ এসোশিয়েশন অব বাংলাদেশ দিনাজপুর জেলা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আবু তারিক সিদ্দিকী, হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড, যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ মোঃ নাঈম আদনান কমল, কৃষিবিদ ডাঃ শফিকুল ইসলাম, কৃষিবিদ রকিব ফেরদৌস, আশিক, নিশাত, শামীম, রকিবসহ হাবিপ্রবি ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply