কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরের পিংরি গ্রামের তরুণ উদ্যোক্তা সৈয়দ আজিজুল হক তার নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দিত আম বাগান, যা আগামীতে স্থানীয় অর্থনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। শুক্তাগড় ইউনিয়নের পিংরি গ্রামে বাড়ির পাশে অল্প কিছু পতিত জমিতে বাগান করা শুরু করলেও বর্তমানে তার বাগানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ বিঘা।
আজিজুলের বাগানে গাছে গাছে দুলছে হাড়িভাঙ্গা, আমরুপালী, হিমসাগর, কহিতোর এবং কাঁচামিঠা এই পাঁচটি জাতের সুমিষ্ট উন্নত মানের আম। একই বাগানে একাংশে রয়েছে জাম, লিচু, নারকেল ও আমরা গাছ। বাগান জুড়ে ফলদ গাছতো আছেই একই সাথে মাছ চাষসহ হাঁস, মুরগী ও গরুর খামার প্রস্তুতে ব্যস্ত সময় পাড় করছেন আজিজুল হক নামের এই সফল উদ্দ্যোক্তা।
আজিজুল পড়াশুনা শেষ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করাবস্থায় ২০১৪ সালে নিজ এলাকায় কৃষি ভিক্তিক কিছু উৎপাদন করার লক্ষে প্রথমে ফলদ বৃক্ষ রোপণ করেন। চলতি মৌসুমে তার এ বাগান থেকে কয়েক টন আম উৎপাদনের আশা করছেন আজিজুল। আজিজুল স্থানীয় যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকেও কৃষিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান। তিনি আরও জানান, ভবিষ্যতে অনলাইন ও অফলাইন বাজারের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই আম সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।
রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ বলেন, আজিজুল হকের ফলদ বাগানো উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষনিক তদারকি সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে ৷ তার এমন উদ্যোগ দেখে স্থানীয় যুবকরা আগ্রহী হবেন বলে মনে করেন এ কর্মকর্তা।
Leave a Reply