মো: ইস্রাফিল হোসেন,যশোর জেলা প্রতিনিধিঃ
৫ই নভেম্বর সকাল ১১ ঘটিকায় বেনাপোলে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও পরিবহন ব্যবসা সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় ক্যাব প্রতিনিধি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পবিত্র কুরআন, পবিত্র গীতা পাঠ ও জুলাই গনঅভ্যুত্থান শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আজহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী নাজিব হাসান।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলীম আখতার খান,মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মনিটারিং সেল গঠন করতে হবে।বাজার কমিটির, রাজনৈতিক ব্যক্তি বর্গদের সতর্ক থাকতে হবে।
Leave a Reply