শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা ব্র্যরু প্রধান:
kings cut Salon and mens parlour এখন কুমিল্লা কান্দির পারে
৪ নভেম্বর সোমবার বিকালে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পূবালী চত্বরের বিপরীত পাশে কুমিল্লা হার্ড মার্কেটের লিফটের ৮ তালায়, মিলাদ ও দোয়ার মাধ্যমে kings cut Salon and mens parlour কুমিল্লা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে ও দোয়া মুনাজাতের kings cut Salon and mens parlourশুভ উদ্বোধন করেন,
এসময় প্রধান অতিথি হিসেবে দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা,
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মো:রাসেল চৌধুরী (ব্যবসায়িক)
মো:আরিফ চৌধুরী (ব্যবসায়িক) সাংবাদিক শাহাদাত কামাল শাকিল,
সহযোগি, সাকন, রবিন, রাজু, নিশাদ , রিফাত, রিহাম, সাব্বির, আকরাম,রনি,সাগর সোহেব,
, মহসিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
kings cut Salon and mens parlour উন্নত ও আকর্ষনীয় সেবা
গ্রহনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন kings cut Salon and mens parlour স্বত্তাধিকারী মোঃ শরিফ হোসেন চৌধুরী।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24