জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ (চট্টগ্রাম )
সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ডের কালামিয়া সর্দারের বাড়ির আবদুল হকের মেয়ে জরিনা বেগম (৪৯) নামের এক নারী কে তার চাচতো বোনের ছেলে সাইফুল ইসলাম নামের ব্যক্তি খালাকে নির্যাতন করে শারীরিক ভাবে আহত হওয়ার অভিযোগ করেছেন জরিনা বেগম।
স্হানীয় সুত্রে গত সোমবার সন্ধ্যা ৭ টায় সাইফুল ও তার স্ত্রী তার মায়ের মারপিট করে মায়ের আর্তনাত করতে থাকলে বাড়ির লোকজন পাশের বাড়ির সম্পর্কে খালা জরিনা বেগম এসে বাঁধা দিলে তাকে উপস্থিত বাড়ির লোকজনের সামনে গায়ে ধাক্কা দিয়ে কোমড়ে লাথি দেয়ার অভিযোগ করেন জরিনা।
এ বিষয়ে জরিনা সন্দ্বীপ উপজেলা সাবেক স্বাস্থ্য কর্মকর্তার নিকট গেলে ডাক্তার তার যথা উপযুক্ত প্রমাণ পেয়ে জরিনার শরীরে আগাতের চিহ্ন দেখে মেডিকেল সাটিফিকেট প্রদান করলে। জরিনা সন্দ্বীপ নৌ কন্টিনজেন্ট কমান্ডারের নিকট অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুলের নিকট জানতে চাইলে তিনি জানান তার মায়ের মানসিক সমস্যা ও কানে কম শুনার কারণে তার স্ত্রী তার মায়ের উপর মাঝে মাঝে নির্যাতন চালায়, এটা পারিবারিক দন্দ, পাশের বাড়ির জরিনা এসে তাকে বিভিন্ন ভাবে হেনস্তা করে, আমি রাগে গিয়ে জরিনাকে ধাক্কা দি।
সন্দ্বীপ থানার ওসি মোঃ ইসলাম ভূইয়া বলেন গতকাল বিষয় টি থানাকে অবহিত করা হলে দুই পক্ষ থানায় ডাকা হয়, পারিবারিক ভাবে দন্দ হওয়ায় আমি সাইফুল কে দশ দিনের ভিতর ঘর ছেড়ে অন্য স্হানে আদেশ প্রদান করি। এবং জরিনা থানাতে কোন অভিযোগ দাখিল করে নি, অভিযোগ দিলে আইনি ভাবে পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply