মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অদ্য ০৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে জনাব মোঃ আফজালুল হোসেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ডিআইও-১, জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, ওসি ডিবি, ট্রাফিক ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্সসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি জনাব মোঃ আফজালুল হোসেনের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন স্মৃতিচারণ করা হয়। তিনি পাঁচবিবি সার্কেলে দায়িত্ব পালনকালে পেশাগত দক্ষতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।অনুষ্ঠানের শেষ পর্বে পুলিশ সুপার জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়, জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাঁর আগামীর কর্মজীবনের জন্য শুভকামনা জানান।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে একটি আন্তরিক ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply