মোঃমোরছালিন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সরকারি লাল বিহারী (এলবিপি) উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্রাঙ্কনের ওপর ‘জয় বাংলা’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লেখা নিয়ে প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে পাঁচবিবি সরকারি লাল বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের পাঁচমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
সড়ক অবরোধের ফলে জয়পুরহাট-হিলি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বাস-ট্রাকসহ পথচারীদের ভোগান্তি সৃষ্টি হয়। পরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. আল আমিন, আজিজুর রহমান, ওবায়েদুল হক, ও আল মাহামুদ সানি। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আঁকা চিত্রাঙ্কনের ওপর ‘জয় বাংলা’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার সাহস কে বা কারা দেখিয়েছে, তা খুঁজে বের করতে হবে। বক্তারা দাবি করেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।
তারা বাংলাদেশ ছাত্রলীগকে ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। দাবিগুলো পূরণ না হলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান।বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান।শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত।
ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে শিক্ষার্থীরা তাদের ন্যায়বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলেও দাবি আদায়ের জন্য ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24