মোঃ মোরছালিনঃ
৬ ডিসেম্বর, ২০২৪ জয়পুরহাটে ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
আটককৃতরা হলেন আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে আব্দুস সোবহান (২৬), আলীমোহাম্মদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মশিউর রহমান (২২), এবং একই গ্রামের মোজাফফর আকন্দের ছেলে রফিকুল আকন্দ (৩৮)।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জয়পুরহাট শহরের বাটার মোড়ে অটোরিকশাটি চালক আব্দুর রাজ্জাক অবস্থান করছিলেন। এ সময় ছিনতাই চক্রের সদস্যরা ক্ষেতলাল উপজেলার মৌসুমি বাজার যাওয়ার কথা বলে যাত্রী সেজে অটোরিকশায় উঠেন। পথে ফাঁসি তলা কুঠিপাড়া এলাকায় পৌঁছে তারা অস্ত্রের ভয় দেখিয়ে চালককে মারধর করেন এবং হাত-পা বেঁধে ফেলে রেখে অটোরিকশাটি ছিনিয়ে নেন।
অটোরিকশার মালিক থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার এবং তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সুপার আরও জানান, এই সংঘবদ্ধ চক্র জয়পুরহাট ছাড়াও পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া, ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করত।
এ ঘটনায় মামলার তদন্ত চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24