হাবিবুল্লাহ বাহার , শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জামায়াত ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক দিনের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে সাঈদি হাসান বুলবুলের সভাপতিত্বে এবং হাফেজ আব্দুল্লাহ জাহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আজিজুর রহমান। তিনি বলেন, “যুব সমাজ জাতির ভবিষ্যৎ। তাদের নৈতিক শিক্ষা ও আদর্শচেতনায় গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। তিনি যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। তিনি মানবিক উন্নয়ন ও বাইয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া জুলাই বিপ্লব নিয়ে আলোচনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান এবং বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন সাঈদি হাসান বুলবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী আব্দুল হামিদ, ডাঃ শেখ ইমাম হাসান, আব্দুল মুহিত, জাহিদুল ইসলাম, রমিজুল ইসলাম, সাইফুল ইসলাম, আবু মুছা প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন আশিক বিন রউফ।
সবশেষে মোহাসাবার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
Leave a Reply