ডা.এম.এ.মান্নান,স্টাফ রির্পোটার:
টাঙ্গাইলের দেলদুয়ারে অসচ্ছলদের মাঝে রমজানের ফুড প্যাক উপহার দিলেন
উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর মির্জা রাশিদুল ইসলাম জুয়েল।বুধবার(০৫ মার্চ) সকাল ৯.০০ টায় দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মির্জা বাড়িতে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী,এনডিএফ জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ।
ফুড প্যাকেজ বিতরণকালে জামায়াত নেতা মির্জা রাশিদুল হাসান জুয়েল বলেন,প্রতিবছর এর ন্যায় এবারও শতাধিক পরিবারের মাঝে এই রমজানের ফুড প্যাক উপহার সামগ্রী বিতরণ করেছি।রমজানের ফুড প্যাক সামগ্রী উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কেন্দ্রের সহকারী মহাসচিব বারিস্টার হাসনাত জামিল, পাথরাইল ইউনিয়ন জামায়াত আমির জাহাঙ্গীর হোসেন, দেলদুয়ার উপজেলা IBWF এর সভাপতি সেন্টু খান,দেলদুয়ার ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি মির্জা আশরাফুল বারী দীপ্ত প্রমূখ।
Leave a Reply