মো: তুহিন মোল্লা:
নড়াইল থেকে কালনা পর্যন্ত মহাসড়ক এ প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত এর সংখ্যা বেড়েই চলছে। এই মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমাতে ও গাড়ির গতিসীমা কমানো এবং অতি দ্রুত এই মহাসড়ক ৬ লেনে উন্নীত করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা চত্বরে ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচির পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান। এছাড়া বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাটু। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ।
বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ৬ লেনের রাস্তা বাস্তবায়নের দাবি করেন। এবং আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের রাস্তায় নিয়মিত টহলের দাবি জানান ।
Leave a Reply