রামকৃষ্ণ সাহা রামা,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দপ্তিয়র নজীর আলী উচ্চ বিদ্যালয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক ও নাগরপুর উপজেলা ইউএনও মহোদয় এর স্বাক্ষর জাল করে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বিজয় হোসেন সালিম কে মনোনয়ন করা হয়েছে।পরবর্তীতে এ বিষয় উপজেলা মাধ্যমিক অফিসার, নাগরপুর, টাঙ্গাইল কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদন প্রতীয়মান হয় যে উক্ত বিদ্যালয়ের সভাপতি মনোনয়ন সংক্রান্ত কাজটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাগরপুর,টাঙ্গাইল এবং জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয়ের স্বাক্ষর জাল করে করা হয়েছে।
এছাড়াও সভাপতি মনোনয়ন সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা এর পত্রটি প্রতারণা করে তৈরি করা হয়েছে।সভাপতি মনোনয়ন করার প্রক্রিয়াটি সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে করা হয়েছে যার বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃপক্ষ কোন রুপ অবগত নয়।
এই সামগ্রিক প্রতারণার কাজে জড়িত দপ্তিয়র ইউনিয়ন এর বাসিন্দা জনাব বিজয় হোসেন সালিম,দপ্তিয়র নজীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এবং অফিস সহকারী জনাব ওসমান গনি সহ মোট ০৩ জনকে আসামি করে গতকাল ০৪ মে ২০২৫ তারিখে নাগরপুর থানায় প্রতারণা মামলা করা হয়েছে। প্রতারণা মামলা রুজু হওয়ার পরে মামলার ০১ নং আসামি জনাব বিজয় হোসেন সালিম গ্রেফতার হয়েছে। উল্লিখিত অপর ০২ জন আসামি পলাতক রয়েছে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৫৫ বিধি অনুযায়ী উক্ত অফিস সহকারী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply