ইমরান আকন্দ জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমান আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন।
৫ই মার্চ (বুধবার) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে চারটি ইট ভাটার মালিকদের প্রত্যেকের নিকট থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উক্ত অভিযানের নেতৃত্ব প্রদান করেন, বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।
অভিযানে উপজেলার চারটি ইটভাটায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনায় নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের টিম ও বকশীগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা বলেন, নানা অনিয়মের অভিযোগে বকশীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মেসার্স থ্রি স্টার,মেসার্স রহমত,মেসার্স নাফিজ ও মেসার্স উজ্জ্বল ব্রিকসে অবৈধভাবে ইট প্রস্তুত করার জন্য মোট ২,০০,০০০ টাকা জরিমানা করা এবং কাচা ইট গুড়িয়ে দেয়া সহ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করণ এবং পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়। এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তার অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply