রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে শেছের মটর চোর সন্দেহে মো. মাছুদ রানা (২০) নামের এক কিশোরকে ধরে নিয়ে এসে বর্বরভাবে নির্যাতন করা হয়েছে।সোমবার (৪ মার্চ ) দুপুর ১২: ঘটিকায় নির্যাতনের পর স্থানীয়ভাবে পুলিশের হাতে তুলে দেন ।ঘটনাটি ঘটেছে, উলিপুর পৌর ২ নং ওয়ার্ডের পূর্ব নওডাঙ্গা এলাকায়, শেছের মটরের মালিক, মোঃ মুরাদ ইসলাম, পূর্ব নওডাঙ্গার, জহিরুল ইসলামের ছেলে, একই এলাকার, চোর মাসুদ রানা, মোঃ মমিনুল ইসলাম এর ছেলে ।মমিনুল ইসলাম বলেন, আমার ছেলে যে চুরি করেছে, তার কোন প্রমাণ নাই, তার কাছ থেকে কোন মোটরও পায় নাই, আমার ছেলেকে আক্রোশ মূলক ধরে নিয়ে গিয়ে, অমানুষের মতো নির্যাতন করেছে, থানায় নিয়ে গেছে পুলিশ যদি তার উপযুক্ত প্রমাণ পায় অবশ্যই শাস্তি দিবে, আর যদি প্রমাণিত না হয় তাহলে এর বিচার আমি চাই ।এলাকার রাসেল মিয়া জানান, এর আগে চোর সন্দেহে তাকে ধরা হয়েছিল, সেই সুরের সাপ ওর গায়ে লাগছে, তাই এখন এলাকায় যে কোন জিনিস চুরি হয়ে গেলে তাকে ধরা হয়, এবং অমানুষের মতো নির্যাতন করা হয়, যার কোন প্রমাণ নাই সাক্ষী নাই এটা কোন বিচার, আমরাও চাই এর একটা সুস্থ তদন্ত হোক, আসল চোর কে বেরিয়ে আসুক ।স্থানীয়রা জানায় , আমরা শুনেছি ৩-৪ দিন আগে মুরাদ ভাইয়ের নাকি মোটর হারিয়ে গেছে, এখন চোর সন্দেহে তাকে হঠাৎ রাত ১২ : ঘটিকায় কিছু লোক এসে উঠিয়ে নিয়ে যায়, তারপর এই মাসুদ রানাকে, গাছের সাথে বেঁধে, বেধড়ক মারপিট করে, সারারাত ধরে নির্যাতন করার পরে সকাল হলে সবাই জানতে পারি, মুরাদের মটর চুরির দায় একেই এলাকার মাসুদ রানাকে ধরে নিয়ে এসে বেঁধে রেখেছে, গণধোলাই এর একপর্যায়ে এলাকার লোকজন থানায় খবর দিয়ে, পুলিশের হাতে তুলে দেয় ।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, থানায় অভিযোগ, পেয়ে মাছুদ রানা কে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে, আসলে সে চোর কিনা সুষ্ঠু তদন্ত হলে অবশ্যই বেরিয়ে আসবে, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে ।
Leave a Reply