মকবুল হোসেন:
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মানকোন ইউপিস্থ নিমুবিয়া সাকিনের জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর সামনে মুক্তাগাছা টু টাঙ্গাইল পাকা রাস্তা দিয়ে ০১ টি ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনি আসছে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র্যাব-১৪ নির্দেশক্রমে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ০৪ মার্চ মংগলবার সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মানকোন ইউপিস্থ নিমুরীয়া সাকিনের জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর সামনে মুক্তাগাছা টু টাঙ্গাইল পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় চিনিসহ ট্রাকে থাকা রাহিদুল ইসলাম সাগর (১৯) কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ট্রাক হতে ১১১ (একশত এগারো) প্লাস্টিকের বস্তায় মোট ৫৫৫০ (পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ) কেজি অবৈধ ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য (৫৫৫০×১৩০)= ৭,২১,৫০০/-(সাত লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় চিনি পরিবহণের কাজে ব্যবহৃত ০১ (এক)টি ট্রাক জব্দ করা হয়।
২। র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির অপর একটি অভিযানে একই তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন দুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেশবপুর সাকিনস্থ কেশবপুরগামী পাকা রাস্তার পশ্চিশ পাশে পলাতক আসামী মোঃ আশিকুজ্জামান (আশিক) এর গোডাউন এর সামনে ও ভিতরে অভিযান পরিচালনা করে ৫৯ (উনষাট) টি প্লাস্টিকের বস্তায় ২৯৫০ কেজি অবৈধ ভারতীয় চিনিসহ গোডাউনের ভিতর চোরাচালানের কাজে থাকা ১। শাহজাহান সিরাজ (২৬), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-বরিয়ান ৮নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, ২। মোঃ রাকিবুল হাসান (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-তারাটি পূর্বপাড়া, ১নং ওয়ার্ড, থানা-মুক্তাগাছা, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করে। আটককৃত অবৈধ ভারতীয় চিনির আনুমানিক মূল্য (২৯৫০×১৩০)= ৩,৮৩,৫০০/-(তিন লক্ষ তেরাশি হাজার পাঁচশত) টাকা এবং ০৪ (চার) টি প্লাস্টিকের বস্থায় ৬০ টি প্যাকেটের ভিতর ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) পিস ব্লেড, যার আনুমানিক মূল্য (১,২০,০০০×৫)= ৬,০০,০০০/- (ছয় লক্ষ), সর্বমোট (৩,৮৩,৫০০+৬,০০,০০০)= ৯,৮৩,৫০০/- (নয় লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ০১ (এক)টি ট্রাক জব্দ করা হয়।
৩। এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় চিনি ও ব্লেড শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও স্থানান্তর করছিল। চোরাইমাল উদ্ধার এবং চোরাচালানকারীর বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৪। উক্ত বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দুইটি পৃথক মামলা দায়েরপূর্বক আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24