শাওন হোসেন,মাদারীপুর প্রতিনিধিঃ
মানবপাচারকারী কাওছার খলিফা (২৭)-কে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (৪ মার্চ) বিকেলে পটুয়ালীর জেলার চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়। আটক কাওসার খলিফা মাদারীপুর সদর উপজেলার (মাদ্রা) বাংলাবাজার এলাকার মাজেদ খলিফার ছেলে।
র্যাব জানায়, মোঃ রাকিব (২৪) নামের এক যুবককে উচ্চ বেতনে চাকুরীর দিয়ে ইতালী পাঠাবে এই প্রলোভন দেখায়। এতে রাকিবের পরিবার ধৃত আসামীর কথায় সরল বিশ্বাসে বিভিন্ন সময়ে মোটা অংকের নগদ টাকা প্রদান করে। ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা গত ১৩-০২-২০২২ তারিখ সকাল অনুমান ৮ ঘটিকার সময় বাদীর বাড়ীতে আসে এবং বাদীর ছেলে ভিকটিম রাকিবকে ইতালীতে পাঠানোর উদ্দেশ্যে ঢাকা নিয়ে যায় এবং ভিকটিমকে ঢাকা বিমানবন্দরে নিয়ে লিবিয়া পাঠিয়ে দেয়। ধৃত আসামীসহ তার সহযোগী আসামীদের চক্রান্তে লিবিয়ায় দালাল চক্র ভিকটিমকে জিম্মি রাখে। ধৃত আসামীসহ তার সহযোগী আসামীদের কু-পরামর্শে লিবিয়ায় দালাল চক্রের সদস্যরা বাদীর ছেলে ভিকটিম রাকিবকে মৃত্যুর ভয় দেখিয়ে মারপিট করাসহ বিভিন্নভাবে শারীরিক ও মানুষিক নির্যাতন করত। দালাল চক্রের নির্যাতনের কারনে ভিকটিম রাকিব অসুস্থ হয়ে পড়লে দালাল চক্র তাকে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজন ভিকটিম রাকিব কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম রাকিব মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় মাদারীপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু হলে মামলার এজাহারনামীয় পলাতক আসামী কাওছার খলিফাকে গ্রেপ্তার করে থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়
Leave a Reply