মো: ইস্রাফিল হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর ঝিকরগাছা উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে যশোর ঝিকরগাছা ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিকরগাছা আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২০০০+ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ, টিএসপি সার ১০ কেজি, সালফেট সার ১০ কেজি করে বিতরণ করা হয় ।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে যে সার ও বীজ বিতরণ করলাম তা দিয়ে গ্রামাঞ্চলের কৃষকরা অনেকাংশে উপকৃত হবেন। আপনারা আজ যারা সরকারি উপকরণ হিসেবে স্যার ও বীজ পেয়েছেন তা নিয়ে সুন্দরভাবে চাষাবাদ করুন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ইউনিয়ন কৃষি কর্মকর্তাগণ আপনাদের পাশে সব সময় থাকবে। ক্ষেতের যে কোন প্রকার সমস্যা দেখা দিক না কেন সাথে সাথে আমাদেরকে অবহিত করবেন। কৃষি অধিদপ্তর তাৎক্ষণিক সমস্যার সমাধান করতে চেষ্টা করবে।
Leave a Reply