রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল মন্ডল পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকার নাজিমউদ্দিন মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শিক্ষানবিশ আইনজীবী জুয়েল মন্ডল ও রেজাউল একটি মোটরসাইকেলে করে রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। তারা সোনাপুর মোড় এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। আহত রেজাউল কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়।
Leave a Reply