নুরআলম (সাদ্দাম), শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
স্বাস্থ্য বিভাগ বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সকল প্রস্তুতি রয়েছে। এছাড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রতিদিন সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
জেলা সদর হাসপাতাল সূত্র জানায়, ৪ নভেম্বর (সোমবার) সন্ধা পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩ জন রোগী। এবং গত এক মাসে চিকিৎসা নিয়েছেন সর্বমোট ৭৮ জন ডেঙ্গু রোগী।
অন্য হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী পাওয়া না গেলেও জেলার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন আরও ৮ জন ডেঙ্গু রোগী।
জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে প্রতিদিন জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা চলছে। এবং তারই অংশ হিসেবে প্রতিদিন জেলা ও উপজেলা সদরগুলোতে মাইকিং এবং বিভিন্ন হাট-বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন রোগের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত এই প্রচারনা কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা জানান, শেরপুরে যারা আক্রান্ত হয়ে ভর্তী হয়েছে তারা সবাই ডেঙ্গু রোগী। তবে এখনও চিকনগুনিয়ার কোনো রোগী পাওয়া যায়নি। হাসপাতালে পূর্ণাঙ্গ ওয়ার্ড না থাকলেও পৃথক রুমে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন তাদের প্রায় সবাই ঢাকা থেকে জীবাণু বহনকারী এলাকায় ফেরা রোগী। সবার চিকিৎসাই ঠিকমতো চলছে। ওষুধের কোনো সঙ্কট নেই। তবে কোন রোগীর অবস্থা জটিল হলে তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।
Leave a Reply