রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার দুই দিনের এক সরকারি সফরে টাঙ্গাইল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সফর ও মতবিনিময় করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এই ধারাবাহিকতায় আগামী ৭ই অক্টোবর’২৪ তিনি সকালে দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে একটি বেসরকারি সংস্থায় (পূর্বের কর্মরত স্থান) অবস্থান করবেন। এরপর দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসন মিলনায়তনে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করবেন।
টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় শেষে তিনি দেলদুয়ার উপজেলার পাথরাইল ইসকন মন্দিরে দেলদুয়ার উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। উক্ত মতবিনিময় শেষে স্থানীয় বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করবেন বলে জানা গেছে।
রাতে তিনি পুনরায় পাথরাইল বিষ্ণুপুরের উক্ত বেসরকারি সংস্থার আওতাধীন বিশ্রামাগারে রাত্রি যাপন করবেন।
এরপর ৮ই অক্টোবর’২৪ সকালে দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের অধীনে কর্মরত সকল কর্মকর্তাদের সাথে এবং মাঠ পর্যায়ের খামারিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করবেন।
উক্ত মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে।
আজ ৫ অক্টোবর’২৪ দেলদুয়ার উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা আব্দুল্লাহ আল-নূর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন – আমরা অত্যন্ত আনন্দের সাথে মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মহোদয়কে বরণ করার অপেক্ষায় রয়েছি। পাশাপাশি দেলদুয়ার উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাননীয় উপদেষ্টা মহোদয়ের আগমন উপলক্ষে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অত্যন্ত তৎপর রয়েছেন। আশা করি মাননীয় উপদেষ্টা মহোদয়ের এই সরকারি সফর সফল হবে, ইনশাআল্লাহ।
Leave a Reply