মো. রনি ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:
সরকারের নানামুখী প্রচেষ্টায়ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমছে না। বাজার মনিটরিং, বিভিন্ন পণ্যের শুল্ক ছাড়, সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি এ সব ধরনের চেষ্টা অব্যাহত থাকার পরও বাড়ছে অনেক পণ্যের দাম। ডিম আলু ও দেশি পেঁয়াজের দাম কমাতে সরকার গত মাসে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে, কিন্তু তাতেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।
উল্টো গত এক সপ্তাহে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়িয়ে গেছে। ডিমের বিক্রয় মূল্য সরকার নির্ধারণ করে দিলেও সে মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে না। ডিম বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা ডজন।
আসলে নিত্যপণ্যের দাম নিয়ে সরকার যেমন অস্বস্তিতে তেমনি ক্রেতাদের অস্বস্তিও কাটছে না। মাঝে মধ্যে দু-একটি পণ্যের দাম কিছুটা কমলেও বেশির ভাগ পণ্যের দাম বৃদ্ধির ফলে নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা। চড়া বাজারে অনেকে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। এ নিয়ে ভোক্তাদের অভিযোগ আর ক্ষোভের শেষ নেই।
তবে সবজির বাজারে এবার স্বস্তি ফিরছে। ক্রেতাদের জন্য সবজির বাজারে মিলছে সুখবর। বাজারে এরই মধ্যে আসতে শুরু করেছে আগাম শীতের সবজি। এতে সবজির দাম কমতে শুরু করেছে। গতকাল ধনবাড়ীর বিভিন্ন বাজারে দেখা গেছে, শীতকালীন সবজির মধ্যে ঢেড়শ, পটোল, ঝিঙে, চিচিঙ্গা ৬০-৭০ টাকা কেজিতে নেমেছে, যা গত সপ্তাহের চেয়ে প্রায় ১০ টাকা কম। এছাড়া বেগুন, করলা ও কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা ও পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এক সপ্তাহ আগেও এসব সবজির দাম ১০০ টাকার ওপরে ছিল। বাজারে ফুলকপি ১২০ টাকা থেকে কমে ৮০ টাকা, বাঁধাকপি ১০৫-১১০ টাকা থেকে কমে ৯০-৯৫টাকা এবং লাউ ৮০-৯০ টাকা থেকে ৪০-৫০ টাকায় নেমেছে। কাঁচা কলার হালি ৫০ টাকা, চালকুমড়া প্রতিটি ৬০ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা, শিম ১৪০ থেকে ১৮০ টাকা। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা ১৬০ টাকায়, দুই সপ্তাহ আগেও যা ছিল ২৫০-২৮০ টাকার ওপরে।
ধনবাড়ী কাঁচা বাজারের সবজি বিক্রেতারা জানিয়েছেন, শীতের সবজির সরবরাহ বাড়ছে। কিছু দিনের মধ্যে সবজির দাম আরো কমে আসবে। বাজারে আলুর দাম কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ১২০ টাকা এবং দেশি পেঁয়াজ ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
দুই সপ্তাহ আগেও ডিমের বাজার ছিল অস্থির। প্রতি ডজন ডিম ১৮০-১৮৫ টাকায় বিক্রি হয়েছে। সরকার দাম নির্ধারণ করে দেয়ার পর এ ভোগ্যপণ্যটির দাম কমে ১৬৫-১৭০ টাকায় নেমেছে। তবে এ দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি।
ধনবাড়ী বাজারের ডিম বিক্রেতারা বলেন, সবজির দাম কমেছে, যে কারণে এখন ডিমের দামও কমে আসছে। ভোক্তারা তুলনামূলক কম দামে শীতের নতুন সবজি পাচ্ছে। এদিকে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩০০-৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গত সপ্তাহেও একই দাম ছিল।
Leave a Reply