সাহেদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
রমজান মাসে দ্রব্যমুল্যের দাম বাড়া যেন নিয়মে পরিনত হয়েছে।দ্রব্যমুল্যের উর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে চলছে ইফতার সামগ্রীর দাম।তবুও সিরাজগঞ্জের সলঙ্গায় রমজানের শুরুতেই জমজমাট ইফতার বাজার।স্লুইচ গেটের পশ্চিমে আলিম হোটেল হতে ডিমহাটা-মাংশ হাটা পর্যন্ত সারি সারি বাহারি ইফতারী দোকান যেন দেখার মত।এ ছাড়াও মাদ্রাসা মোড়,থানা মোড়,নিমগাছী মোড়,কলেজ মোড়েও রয়েছে হরেক রকমের ইফতারী দোকান।
দেশের নামকরা সুস্বাদু উল্লাপাড়ার সলপের ঘোলেও সয়লাব হয়েছে সলঙ্গার ইফতার বাজার।সারাদিনে রোজা রেখে ইফতারের সময় লেবুর শরবতে গলা ভিজাতে কার না মন চায়।বাজারে পর্যাপ্ত লেবু সরবরাহ রয়েছে। কিন্ত ১৫-২০ টাকা হালির লেবু মুহুর্তেই ১৩০-১৪০ টাকা কেজি হওয়ায় রোজাদাররা বিপাকে পড়েছে।বিক্রেতারা মুড়ি, ছোলা,খেজুর,বুইন্দা,ঘোল,পেয়াজু,চপ,শরবত,জিলাপি,
বরা,পেয়ারা,শসা,খিরা,তরমুজ ইত্যাদি ইফতারের বাহারী খাবারের পসড়া সাজিয়ে বসে আছেন।ক্রেতারা তাদের পছন্দ ও চাহিদামত ইফতার সামগ্রী নিয়ে ঘরে ফিরছেন।বিকেলে ইফতারের বিভিন্ন দোকানগুলোতে ক্রেতাদের ভীড় বেশি দেখা গেছে।শুধু সলঙ্গা থানা সদর বাজারই নয়,৬ টি ইউনিয়নের হাট-বাজারসহ রাস্তার মোড়ে মোড়ে ভ্রাম্যমান ইফতারের দোকান সাজিয়ে বসে আছেন।বাজারে ইফতার সামগ্রীর দাম বেশি হলেও রোজাদাররা এসেছেন পছন্দের ইফতারী কিনতে।আলিম হোটেলের সামনে দাঁড়ানো এক ব্যক্তি জানায়,দাম বেশি হলেও প্রতি বছরই পরিবারের জন্য আলিম হোটেলের ইফতারী কিনে থাকি বলে এবারও এসেছি।পাপিয়া হোটেলের বিক্রেতারা বলছেন,অন্যান্য বছর রমজানের শুরুতেই ইফতার বাজার না জমলেও এবারে শুরু থেকেই ইফতারী কিনতে সবার আগ্রহ দেখা যাচ্ছে।একই গলিতে আরেক ঘোল বিক্রেতা জানান,সলপের বিখ্যাত,সুস্বাদু ঘোল প্রতি বছরই এনে সলঙ্গায় সুলভ মুল্যে বিক্রি করে থাকি।এবারেও রোজাদারদের ইফতারে তৃপ্তি মেটাতে ঘোলের সু ব্যবস্থা করেছি। ছোলা,মুড়ি,ঘোল থেকে শুরু করে সব ধরনের ইফতার সামগ্রী শেষ রমজান পর্যন্ত এভাবেই চলবে,এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24