মিথুন কর্মকার , আমতলী।
আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী-কালিবাড়ি গ্রামের মানুষের ভোগান্তি কমাতে ব্রিজের অ্যাপ্রোচ ও ভাঙা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করেছেন গ্রামের যুবকেরা। পশ্চিম চুনাখালী-কালিবাড়ি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক আগে থেকেই জরাজীর্ণ ছিল। এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
শুক্রবার দেখা যায় কিছু স্বেচ্ছাসেবী যুবক তাঁদের নিজ উদ্যোগে সেতুর জরাজীর্ণ অ্যাপ্রোচ মেরামত করছেন।
স্বেচ্ছাসেবী মশিউর রহমান বাহাউদ্দিন বলেন, ‘আমরা এই সড়কে চলাচল করি। সড়কটির রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব। ব্রিজের গোড়ার মাটি সরে গিয়ে গাড়ি উঠতে পারছে না। তাই এলাকার সবাই মিলে সড়কের কিছু ভাঙা স্থান মেরামত করছি।’
স্বেচ্ছাসেবী হিসেবে এ কাজ করেছন তিসান, নাইমুল, হামিদুল, শাহীন, সিফাতসহ আরও অনেকে।
Leave a Reply