মামুন রাফী, নোয়াখালীঃ
নোয়াখালী হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি দ্বীপ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোড়ে এসে এক সংক্ষিপ্ত সবাই মিলিত হয় ।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়ের মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় হাজার হাজার নেতা কর্মীরা ।
এর আগে গত মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসমাইল হোসেন ইলিয়াসকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্য সচিব করে উপজেলা এবং মমিন উল্লাহ রাসেলকে আহ্বায়ক, আরিফুল ইসলাম হাওলাদারকে সিনিঃ যুগ্মআহবায়ক ও কাউসার মোস্তফাকে সদস্য সচিব করে হাতিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের ৩৫ (পঁয়ত্রিশ) সদস্য বিশিষ্ট আহ্বায়ক (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।
২০১৮ সালের শেষের দিকে হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি করা হলেও সে কমিটি পরিপূর্ণতা লাভ করতে পারেনি। এ আহ্বায়ক কমিটি ঘোষণা করার মধ্য দিয়ে হাতিয়া পিএনপির রাজনীতি ব্যক্তি নির্ভর রাজনীতির প্রভাব থেকে মুক্ত হয়েছে বলে নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান এখন সবাই নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক রাজনীতি করার সুযোগ পাবেন এবং দলের জন্য যাদের ত্যাগ শ্রম রয়েছে তারা পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়িত হবেন।
Leave a Reply