মোঃ মোরছালিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের আমদই ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়ন শাখার উদ্যোগে ৫০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।গত সোমবার বিকেল ৩টায় আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজের হলরুমে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমদই ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জনাব নাহিদুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জয়পুরহাট জেলা শাখার আমীর, জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ডা. ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মাদ ইমরান হোসেন, নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, বায়তুল মাল সেক্রেটারি মো. রবিউল ইসলাম এবং সহকারী অধ্যাপক মাওলানা মনসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।ডা. ফজলুর রহমান সাইদ তার বক্তব্যে বলেন, “শীতার্ত মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য।তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। যেখানে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ ও অফিস উদ্বোধন:
অনুষ্ঠানের শুরুতেই ৫০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে আমদই ইউনিয়নে জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার নতুন অফিসের উদ্বোধন করা হয়। নতুন অফিসটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি স্থানীয় মানুষের জন্য সেবামূলক কাজ পরিচালনার কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হবে।জামায়াতে ইসলামীর এই উদ্যোগে স্থানীয়রা প্রশংসা করেছেন। তারা ভবিষ্যতে আরও এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘব করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply