ফারিছ আহমদ, হোসেনপুর প্রতিনিধি:
তর্ক নয় যুক্তিতেই মুক্তি,
আমার, আপনার, আমাদের সকলের যুক্তি,তথ্য ও তত্ত্বই পারে যে কোনো কঠিন বিষয়কে সহজ করে দিতে।
প্রকৌশলী মো: আলাউদ্দিন স্যার, মোকলেছুর রহমান কাঁনন স্যার এবং সরোয়ার হোসেন বুলবুল ভাইসহ বহুজনের হাতে গড়া সংঘটন (এলপিডিএস) লক্ষ্মীপুর পলিটেকনিক ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২৪ এর ফাইনাল ও বিদায় অনুষ্ঠান
লক্ষ্মীপুর পলিটেকনিক ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২৪ অনুষ্ঠিত হয়। বধুবার বেলা পৌঁনে বারোটায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সেই সাথে ২০২৪ সেশনের কমিটি মেম্বারদের বিদায় অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর পলিটেকনিক ডিবেটিং সোসাইটি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সদস্য ফারিয়া নুরের উপস্থাপনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. জহিরুল ইসলাম স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর এ এফ এম মুশফিকুর রহমান স্যার, নন টেকের চিফ ইন্সট্রাক্টর আতিকুর রহমান স্যার।
প্রধান অতিথি বলেন, “এদের একেকজনকে দেখলে মনে হয় আত্মবিশ্বাসী। তোমরা এসবের সঙ্গে যুক্ত থাকলে তোমাদের জ্ঞানের চর্চা বাড়বে, লিডারশীপের চর্চা বাড়বে, উপস্থাপনার চর্চা বাড়বে। তুমি যেকোনো সহশিক্ষা কার্যক্রমে অংশ নাও, এগুলো তোমাদের পরবর্তী জীবনে সহযোগিতা করবে। ”
বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আশেকে রাসূল আল তায়েফ মাহি, সহসভাপতি রাফিদা ইসলাম।
ফারিছ আহমদ, হোসেনপুর।
Leave a Reply