নিহারেন্দু চক্রবর্তী:
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের দত্ত বাড়ির কাজল জ্যোতি দত্তের সহধর্মিণী অবসরপ্রাপ্ত শিক্ষক দেবী রানী ধর গত ২০ মার্চ তারিখে উপজেলা সদরের দত্ত বাড়ির বিল্ডিং এর তিন তলা হতে নিচে পড়ে যান।
পরে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় দেবী রানী ধর কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে প্রায় ১৭ দিন যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় রোববার ৬ এপ্রিল ভোর ৫.২৫ মি. ইহ জগতের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।
তিনি দত্ত বাড়ির সৈকত দত্তের (পল্লব দত্ত) মাতা।
দেবী রানী মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠণের নেতৃবৃন্দ।
Leave a Reply