বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেত্রী ও মডেল সানিলিওন আবারও বিয়ে করলেন। তবে সানির জীবনে নতুন কোন পুরুষ আসেনি।
স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই আবারো বিয়ের বন্ধনে নিজেকে বেঁধেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস অনুসারে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন।
সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। গত ৩১ অক্টোবর মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর। এদিন তারা সবাই সাদা পোশাকে সেজেছিলেন। সানি- ড্যানিয়েলের এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।
বিয়ের ছবি পোস্ট কবে সানি লেখেন, ‘প্রথম’র আমরা ষ্টিকর্তা,করি বার মামা মাত্র তিন নিজেদের মধ্যে আরও ভালোবাসা আর সময় নিয়ে! আজও তুমিই আমার জীবনের ভালোবাসা এবং আজীবন সেটাই থাকবে! আই লাভ ইউ ড্যানিয়েল’। এডাল্ট ভিডিওর তারকা হিসেবে শোবিজ ক্যারিয়ার শুরু করেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় সানি লিওন। পরে মূলধারার ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচিত হন তিনি। ২০১২ সালে ‘জিসম ২’-তে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডপাড়ায় ঝড় তোলেন সানি লিওন। পরে ২০১৪ সালে ‘রাগিণী এমএমএস ২’ এবং চলতি বছরে ‘এক পেহলি লিলা’তে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি।
Leave a Reply