ক্রীড়া ডেস্কঃ
ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমারের। গেল বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পরেছিলেন তিনি। সেটা থেকে সেরে উঠতে তার ৩৬৯ দিন লেগেছিল। এরপর গেল ২১ অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফিরেন সাবেক বার্সা তারকা। ওই ম্যাচে অবশ্য মাত্র ১৩ মিনিট খেলেছিলেন তিনি। এরপর গত সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেগলালের বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। কিন্তু ৮৭ মিনিটের মাথায় পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অর্থাৎ ৩৬৯ দিন পর ফিরে দুই ম্যাচে মোট ৪২ মিনিট খেলে আবারও ইনজুরিতে পড়লেন তিনি। তার এই চোট ঠিক কতটা গুরুতর সেটা অবশ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে দীর্ঘদিন পর ফেরায় এমনটি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ম্যাচ শেষে ইনজুরির বিষয়ে নেইমার বলেছেন, 'পায়ে ক্র্যাম্পের মতো অনুভব করেছি। সে সময় ব্যথাটা অনেক বেশি ছিল। আমাকে কিছু টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। আশা করি এর বেশি কিছু হবে না।' নেইমার আরও বলেন, 'এক বছর পর মাঠে ফেরায় এমনটা হওয়া খুব স্বাভাবিক। চিকিৎসকেরা আমাকে আগেই সতর্ক করেছিলেন। সেজন্য আমাকে আরও সাবধানে থেকে আরও বেশি সময় মাঠে থাকতে হবে।' তিনি ইনজুরিতে পড়লেও ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে আল হিলাল। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট অঞ্চলের ১২
দলের মধ্যে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অবস্থান করছে
সৌদি প্রো লিগের দলটি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24