নিজাম উদ্দীন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওয়াজ মাহফিল চলাকালে মঞ্চে ওঠার সময় অজ্ঞাত দুষ্কৃতকারীর এয়ারগানের গুলিতে মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৯) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯) গুলিবিদ্ধ হয়।
এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত না হওয়ায় চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন। এ ঘটনার পর মাহফিলটি বাতিল হয়ে যায়। এ বিষয়ে মাহফিল কর্তৃপক্ষ জানিয়েছে প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন ঘটনা শোনার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে মনে হয়েছে এয়ারগানের গুলি যা খেলনার গুলি। পাশেই মেলা চলছিল। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি, আমরা তদন্ত করছি। অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24