মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধি:
গতকাল ৫ অক্টোবর শনিবার বাদ আছর, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড, হোটেল নূরজাহান সংলগ্ন মাঠে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কওমি মাদ্রাসার সংগঠন এর উদ্যোগে সিরাতুল নবী(সাঃ) সন্মেলন অনুষ্ঠিত হয়,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ,
বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা নূরুল হক সাহেব, সভাপতি কুমিল্লা কওমি মাদ্রাসা সংগঠন,
আরো বক্তব্য রাখেন,
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী,
হাফেজ মাওলানা মুফতি হাসান জামীল সাহেব,
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,
মাওলানা মুফতি মুশতাকুন্নবী কাসেমী সাহেব,
কাসেমী সাহেব, বলেন ইসলামি দল গুলোর ঐক্য হতে পারে আকিদা ঠিক রেখে, আকিদা বিসর্জন দিয়ে কোন মেম্বার হতে চাই না, প্রয়োজনে কচু পাতা খেয়ে থাকবো তবো আকিদা বাদ দিয়ে এম পি হবো না,,
Leave a Reply