সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হওয়া নজরুল ইসলাম খোকন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল (রবিবার) বেলা ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ কমপ্লেক্স গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ অধিকার আন্দোলন-এর সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে নিহত খোকনের ১০ বছর বয়সী একমাত্র ছেলে ওমর হাসান নাহিদসহ বক্তব্য রাখেন আবদুর রহিম, জসিম, লালন, সোহাগ, শহিদুল ইসলাম, জামাতা ইসমাইল হোসেন, এবং সাংবাদিক মাহমুদুর রহমান প্রমুখ।
নিহত খোকনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরেন খোকন। তিনি পূর্বে বিক্রি করা জমি ক্রেতার কাছে বুঝিয়ে দিতে গেলে, বৃহস্পতিবার সেই জমি বুঝিয়ে দেওয়ার সময় শাহেদ খান, আকলিমা ও আরও ৬-৭ জন বাধা প্রদান করে। একপর্যায়ে তারা খোকনের মাথায় গাছের মোটা লাঠি দিয়ে আঘাত করে, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খোকনের পরিবার ও এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে।
Leave a Reply