রাজবাড়ী প্রতিনিধিঃ
টিকটকে পরিচয়ের সূত্র ধরে টিকটকার প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছেন এক নববধূ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বালিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মো. শাহ আলম হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার রিয়া মনির (১৯)। তিনি ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিয়াজ মন্ডলের মেয়ে। বিয়ের কিছুদিন পর শাহ আলম স্ত্রী রিয়াকে নিজ বাড়িতে রেখে মালয়েশিয়া পাড়ি জমান। সম্প্রতি স্ত্রীর পরামর্শে নতুন বাড়ি করার জন্য তাকে ৫ লাখ টাকা দেন শাহ আলম। স্বামী প্রবাসে থাকায় মোবাইলে পরিচয় হয় টিকটকার ফারুকের সাথে। এ পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। জানা যায়, প্রেমিক ফারুকের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী গ্রামে।
এর মধ্যে গত ৯ ফেব্রুয়ারি রিয়ার মা ফরিদা বেগম জামাই বাড়ি থেকে মেয়েকে বেড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে আসেন। এর পর আর শ্বশুর বাড়িতে ফিরে না যাওয়ায় রিয়ার বাড়িতে খোঁজ নেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু তারা নানা টালবাহানা করতে থাকায় শাহ আলমের বড় ভাই মো. মনির হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী মনির হোসেন বলেন, ‘আমার ছোট ভাইয়ের স্ত্রী রিয়াকে তার মা ফরিদা বেগম গত ৯ ফেব্রুয়ারি সকালে বাড়িতে নিয়ে যান। পরে বিকালে চলে আসবে বলে জানান তিনি। ওই দিন আমার ছোট ভাই দুপুরে তার স্ত্রীকে ফোন দেয়। কিন্তু তার ফোন বন্ধ পেয়ে আমার মা ও ভাইকে পাঠায় তার শ্বশুরবাড়িতে। পরে আমার মা রিয়ার মাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, রিয়া তার খালার বাড়ি ঝিনাইদহে গেছে। পরে তার কোন খোঁজ না পেয়ে শাহ আলমকে বিস্তারিত জানাই। পরে বাড়িতে খোঁজ করে দেখি, নগদ ৫ লাখ টাকা থেকে সাড়ে ৩ লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে রিয়া।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভিকটিম উদ্ধারের কাজ চলছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24