এম এ মোমিন:
ঠাকুরগাঁওয়ে মসজিদের ইমাম মো: খায়রুল ইসলাম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেন ৫ শতাধিক মানুষ।
মানববন্ধনে প্রতিবেশীরা বলেন, ইমাম খায়রুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের এক সাপ্তাহ হয়ে গেলো এখনো আমরা বিচারের কোনো অগ্রগতি দেখছি না। পুলিশ-প্রশাসন কেন অপরাধীদের ধরছে না। কার ইশারায় খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের কাছে আমরা জবাব চাই। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনে নামা হবে। এসময় হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
নিহতের স্বজনরা বলেন, সুস্থসবল একটি মানুষ রাতে বাড়ি থেকে বের হলো। আর সকালে আমরা তার মরদেহ ভুট্রা খেতে দেখলাম। কে করলো এই হত্যাকাণ্ড। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ-প্রশাসনের কোন ভুমিকা দেখছি না আমরা৷ শামসুদ্দিনের বিচার চাই আমরা। কেননা সেদিন রাতে খায়রুল ইসলামকে রাতে ডেকে নিয়ে আসছে খায়রুল। প্রশাসন কেন তাকে গ্রেফতার করছে না। তাকে গ্রেপ্তার করলে হত্যার মুল রহস্য বেড়িয়ে আসবে। এ সময় বিক্ষুব্ধ জনতা বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়ক অবরোধ করে রাখে।
উল্লেখ্য: গত শনিবার (১ মার্চ) সকালে রাণীশংকৈলে উপজেলার দুর্লভপুর বামন বাড়ি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় মসজিদের ইমামের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত খায়রুল ইসলাম মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়িতে শামসুদ্দিনের মিলচাতালের নৈশ প্রহরীর কাজ করছিলেন।
এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের পুলিশ গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24