স্টাফ রিপোর্টা:
যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেকটি তুমুল লড়াইয়ের মুহূর্ত! ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে না হতেই নতুন এক রাজনৈতিক নাটকের পর্দা উঠেছে। বুথফেরত জরিপ ও প্রথমদিকে প্রাপ্ত ফলাফলে একে অপরকে টক্কর দেওয়ার পরও শেষ পর্যন্ত দোদুল্যমান রাজ্যগুলোতেই কপাল পুড়তে যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের! একে একে বড় রাজ্যগুলোতে জিতে, ভোটের ব্যবধান একরকম কমিয়ে এনেছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পের সামনে দাঁড়াতে পারবেন কি?
আরো পড়ুন স্বামীকে মারধর-সিগারেটের ছ্যাঁকা, স্ত্রী গ্রেপ্তার
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ২৬৭টি ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে। অন্যদিকে, কমলা হ্যারিসের দখলে রয়েছে ২২৬টি ভোট। তবে আর মাত্র কয়েকটি দোদুল্যমান রাজ্যগুলোর ফলাফল বদলে দিতে পারে পুরো দৃশ্যপট, আর ট্রাম্প যেন সে পথে অনেকটাই এগিয়ে। ট্রাম্পের জন্য ইতিমধ্যে ভালো খবর এসেছে নর্থ ক্যারোলিনাসহ পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলো থেকে, যেখানে তিনি প্রাধান্য বিস্তার করে আছেন। চারটি রাজ্যে জয়ী হলেই ট্রাম্পের আবারও হোয়াইট হাউসে প্রবেশদ্বার খুলে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট ও বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির কারণে অনেকেই ডেমোক্র্যাটদের প্রতি তাদের আস্থা হারিয়েছেন, আর তার মাশুল এখন কমলা হ্যারিসকে দিতে হচ্ছ।এভাবে ট্রাম্পের হয়ে যেতে পারে রাজনৈতিক ভাগ্যের চাকা। আসন্ন দোদুল্যমান রাজ্যগুলোর ফলাফল আরও চমক তৈরি করতে পারে, তবে এখন পর্যন্ত সবকিছু দেখে মনে হচ্ছে, ২০২৪-এ যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসতে চলেছেন ট্রাম্প।
সৃত্র: বার্তাবহ
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24