1. mahamudreja02@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. presssoliman06@gmail.com : naim :
  3. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
করিডর বিষয়ে সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন কিছু করা থেকে বিরত থাকার আহ্বান স্টুডেন্টস ফর সভারেন্টির ঠাকুরগাঁওয়ের ৩ বাংলাদেশী নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঝিকরগাছা সাব-রেজিস্টি অফিসের দলিল লেখক মনসুর আটক। শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক নওগাঁর মান্দা চকমুনসুর গ্রমে বিশেষ অভিযানে চালিয়ে ৫ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি তাইফুল আটক গোমস্তাপুরে ইউএনওকে বিভিন্ন সংগঠনের বিদায় সংবর্ধনা ট্রাফিক শৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষে জনসচেতনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত  ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের  সদস্য মুন্না গ্রেফতার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  জনদুর্ভোগ কমাতে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ অসুস্থতার সুযোগে কালিগঞ্জে ১ বাড়িতে দুর্ধর্ষ চুরি,৩০ ভরি স্বর্ণালঙ্কার সহ, নগদ ৫ লক্ষ টাকা লুট 

নওগাঁয় সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের দেবোত্তর ১ হাজার ৪শ বিঘা সম্পত্তি ভূমি দুস্যুদের দখলে দেখার কেউ নেই প্রশাসন নিরব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯ বার

 

উজ্জ্বল কুমার সরকার:

পতিত ফ্যা*সি*স্ট ভা*রতপন্থী অ*পশক্তি আওয়ামী লীগের লগি-বইঠা বাহিনীর দা*লাল অ*বৈধ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী এলাকার গড ফাদার, ত্রাস ও ভূমি দস্যু সাধন চন্দ্র মজুমদার ও তার দোসর নিয়ামতপুর-মান্দা এলাকার রাজখাড়া দেবোত্তর ষ্টেটের প্রায় ১ হাজার ৪শত বিঘা সম্পত্তিতে ওই দেবোত্তর সম্পত্তির দেবায়েতদের ঢুকতে দেয়নি। তারা জোরপূর্বক সমস্ত সম্পত্তি ভোগ দখল করেই যাচ্ছে।

২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও ওই একই কায়দায় বিএনপির নামধারী কিছু ভূমিদস্যু সেই সম্পত্তি ভোগ দখলের পাঁয়তারা করছে। এমনটাই অভিযোগ করেছেন নিয়ামতপুর-মান্দা রাজখাড়া ষ্টেটের উত্তরাধীকারী জমিদার কালিপদ রায়ের নাতি অশোক রায় বাপ্পি (অমিত রায়ের ছেলে)। এই সকল সম্পত্তি কসবা মান্দার জমিদার কালিপদ রায় ও দেবিপদ রায়ের।

১৯৪৯ সালে জমিদারী প্রথা উচ্ছেদ হলে ১৯৫১ সালের ২ নং ইবি অ্যাক্টের চ্যাপ্টারের ৪ বিধি মতে বাংলা ১৩৬৩ সালে জমিদারের সকল সম্পত্তি সরকার অধিগ্রহন করে নেয়। দেবোত্তর ষ্টেটের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য বোর্ড অব রেভিনিউ ১৯৭২ সালের ১৫ জুন আদেশ জানালে রাজশাহীর ডিসির কার্যালয়ে ২৫০/৭৫ ক্ষতিপূরণ কেস হিসাবে রুজু করা হয়। ১৯৭৯ সালের ৬ জুন ও ১৯৮৬ সালের ৬ নভেম্বর কেসটির নিস্পত্তি হয়। যার স্মারক নং রাজশাহী ডিসি কার্যালয় ৪৮৯ আরএম শাখা তারিখ ৫/৭/১৯৮৮।

ওই ক্ষতিপূরণ নিস্পত্তি বাবদ সরকার রাজখাড়া দেবোত্তর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতার নামে ২৫০/৭৫//০২/১৫/৯৮ স্মারকে ২০০২ সালের ২ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের ৪নং শাখার ২০০২-৮৮০ নং স্মারকে ১ নং খাস খতিয়ান থেকে১ হাজার ৪শত বিঘা সম্পত্তি তাদের পছন্দমত নিতে হাইকোর্ট নির্দেশ প্রদান করেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। ১ হাজার ৪শত বিঘার মধ্যে দীঘি, পুকুর ও চাষযোগ্য জমিও রয়েছে। হাইকোর্ট এও নির্দেশ প্রদান করেন যে, তাদের পছন্দ মত সম্পত্তি শ্রী শ্রী জয় কালি মাতার নামে হোল্ডিং খোলা ও খাজনা গ্রহনেরও । অথচ শ্রী শ্রী জয় কালি মাতা ও শ্রী শ্রী শরৎ কালি মাতা দেবোত্তর ষ্টেটের ওই সমস্ত সম্পত্তিতে বিগত ২০১১ সাল হতে ২০২৪ সালের আগষ্ট পর্যন্ত যেতে পারেনি। এখনও যেতে পারছেন না।

হাইকোর্ট ওই সব সম্পত্তি সরকারীভাবে ইজারা প্রদান থেকে বিরত থাকারও নির্দেশ প্রদান করেছেন। এ সমস্ত সম্পত্তি নিয়ামতপুর ও মান্দা উপজেলার প্রায় প্রত্যেক ইউনিয়নে রয়েছে। অথচ এত বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত দেবোত্তর ষ্টেটের সেবায়েতগণ কোন সম্পত্তিতে যেতে পারছেন না।

অশোক রায় বাপ্পি আরো বলেন, আমরা দেবোত্তর সম্পত্তি কাগজ অনুযায়ী বুঝিয়ে নিতে গেলেই ভূমি দস্যুরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমনকি হত্যারও হুমকি দিচ্ছে। আমি বিএনপির হাই কমান্ডের নিকট আকুল আবেদন জানাই,

শ্রী শ্রী জয় কালি মাতার নামে রাজখাড়া দেবোত্তর ষ্টেটের সম্পত্তি ন্যায় সংগতভাবে উদ্ধারের সার্বিক সহযোগতা করবেন বলে প্রত্যাশা করি। বিগত সরকারের দোসররা যেভাবে জবর দখল করে রেখেছিলো, এখন যেন তা না পারে সেই ব্যবস্থা গ্রহন করবেন। তা না হলে গুটি কয়েক বিএনপি নামধারী ভূমিদস্যুর কারণে বিএনপির মত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট হবে।
নওগাঁ #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

মে ২০২৫
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.