রেজুয়ান বাদশা – নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। উপজেলা শাখার আয়োজনে নবাবগঞ্জ ৭১ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব ওয়াহেদুজ্জামান আসিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান। তিনি বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি আধুনিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ এবি পার্টি। প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে দলটি ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা শাহিনুর রহমান শাহিন, জেলা সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, উপজেলা যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার, দিনাজপুর জেলা যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সুমন, সদস্য সচিব হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ঘোড়াঘাট এবি পার্টির সহ-সমন্বয়ক শরিফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা যুব পার্টির আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন কিসকু, আলমগীর হোসেন, ঘোড়াঘাট উপজেলা সদস্য সচিব মেহেদী হাসান, মাহফুজুর রহমানসহ আরও অনেক 8নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply