নিহারেন্দু চক্রবর্তী:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে নাসিরনগর কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
মঙ্গলবার (০৬ মে ) দুপুরে মিছিলটি নাসিররনগর পশু হাসপাতার মোড় থেকে শুরু হয়ে নাসিরনগর সদরের বিভিন্ন সড়ক অতিক্রম করে মুক্তিযোদ্ধা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে নতুন কমিটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী সহ দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তৃতা দেন নাসিরনগর সরকারি কলেজের নব নির্বাচিত ছাত্রদলের নেতৃবৃন্দরা।
Leave a Reply