মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট: পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় বাগজানা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তার।বাগজানা ইউনিয়ন জামায়াতের আমীর মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মো. সামছুল আলম মাস্টার, বাগজানা যুব বিভাগের সভাপতি মো. শাহাদৎ হোসেন এবাদতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফজলুর রহমান সাঈদ বলেন, শীতার্ত ও অসহায় মানুষের সেবা করা একটি ইবাদতের অংশ। জয়পুরহাটসহ দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ শীতে কষ্ট পাচ্ছে। চলমান শীত মৌসুমে জয়পুরহাটের দরিদ্র মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহ তাআলা ধনীদের সম্পদে গরিবদের অধিকার দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সেই ব্যক্তি উত্তম, যে মানুষের কল্যাণে কাজ করে।’ তাই সমাজের সামর্থ্যবান সবাইকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।অনুষ্ঠানে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবসেবার এ কার্যক্রম সম্পন্ন হয়।
Leave a Reply